কবিতার পাতা ডট কম October 10, 2025

দেশের মাটি -মিলাদ হোসেন ∞∞∞∞∞∞∞ দেশের মাটি প্রিয় মাটি সোনার চেয়ে খাঁটি এই মাটিতে জন্ম নিয়ে আনন্দে হাঁটি। সবার আগে প্রিয় ভুমি মায়ের মতো মিশে আছে সুখ সবই আনন্দ যত। এই মাটিতে স্বপ্ন বুনে করি চাষাবাদ আছে যত অকল্যাণ করি যে আবাদ। মিশে আছে এ মাটিতে দেহ মন প্রাণ এই মাটিতে গন্ধ শুকে পাই স্নিগ্ধ […]

কবিতার পাতা ডট কম October 10, 2025

রঙিন স্বপ্ন -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼ রঙিন স্বপ্ন একদিন হবে ছাই তবুও আঁকি মনে রঙের ছবি, গগনের আলোতেও নেই স্থায়িত্ব তবুও স্বপ্নে আঁকি দিনের রবি। প্রেমের শহরে চলে ফুলের খেলা যার নেই স্থায়িত্ব, সাগরের জোয়ার-ভাটা ভয়ংকর তবুও জেলেদের বন্ধুত্ব। ভালোবাসার গোলাপ হতে চেয়ে হয় কতো পদদলিত, প্রেমের দামে হয় গোলাপ বিক্রি ঝরে পড়লেই হয় […]

কবিতার পাতা ডট কম October 10, 2025

জাতীয় প্রতীক -সিরাজুল ইসলাম মোল্লা ∼∼∼∼∼∼∼∼∼ মম সশ্রদ্ধ সালাম তোমায় মহান জাতির মহান নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। জাতীয়তায় আমরা বাঙালি,এবাংলা আমাদের দেশ, জাতীয় ভাষা মাতৃভাষা বাংলা,আমরা গর্বিত অশেষ। জাতীয় লাল সবুজ রঙে আঁকা মম জাতীয় পতাকা, সাগর সমান রক্ত দিয়ে অশ্রু দিয়ে স্বপ্ন নিয়ে আঁকা। দাঁড়িয়ে গর্ব বাংলার জাতীয় স্মৃতিসৌধ শহীদমিনার, […]

কবিতার পাতা ডট কম October 9, 2025

পরিপূর্ণ মর্যাদায় -মীর সেকান্দার আলী খোকা ≈≈≈≈≈≈≈≈≈≈ চোরেরা ঘরে ফিরবে না,শূন্য হাতে নয় কিছু একটা নিয়ে ফিরতে হবে ঘরে। সংসার টানাপূরাণ উঠান, দেউলিয়া হেঁসেল ঘর কাঁদছে বটি, উনুনে বিড়াল। বহুদিন কেটেছে সময় অপেক্ষার প্রহর তার শেষ হয়েছে, এখনি সময় ফসল নিতে হবে ঘরে। বাতাসে সংমিশ্রণ গন্ধ আসে চাউল ভেজে কে যেন খায়, অনাহারে ফুটপাত। ইতিহাস […]

কবিতার পাতা ডট কম October 9, 2025

সুরের সম্রাট জুবিন -আবুল হাসমত আলী ∞∞∞∞∞∞∞ তোমার চরণে ধরা হয়েছিল ধন্য। সুরের সম্রাট তুমি সুরের আকাশে। মুগ্ধ সবাই তোমার যাদুকরী স্পর্শে। সত্যি গানের জগতে তুমি গণ্যমান্য। অসম তথা ভারত গর্বিত তোমাতে । হৃদয় হরণে তুমি সর্বসেরা ব্যক্তি । তোমার সুরকে বঞ্চনা? নেই কারো শক্তি । শিশু থেকে বৃদ্ধ সবে সেই সুরে মাতে । কিন্তু […]

কবিতার পাতা ডট কম October 9, 2025

কবিতা লিখব বলে -রীনা ∼∼∼∼∼∼∼∼ জীবন্ত এ জীবনে চারপাশের সবাইকে বড্ড বেশি মনে হয় অচেনা অতি পরিচিত মুখগুলো ও থেকে যায় অজানা। মনের ভেতরে মন খুঁজে ফিরি যখন ,তখন সব যেন ধোঁয়াশা মনে হয়। কখনো, বা কলম থেমে যায় জীবনের নিগুর বাস্তবতায়। পথ হারা পথিকের আর্তনাদ বোঝার প্রচেষ্টায় চাতক নয়নে চেয়ে রই কবিতা লিখব বলে […]

কবিতার পাতা ডট কম October 8, 2025

বিশ্ব শিক্ষক দিবস -আশীষ খীসা ≈≈≈≈≈≈≈≈≈ দেশ বিদেশে হচ্ছে পালন বিশ্ব শিক্ষক দিবস আজ, শিক্ষক দেন না শুধু শিক্ষা করেন আরও কত কাজ। শিক্ষক হলেন জ্ঞানী-গুণী শিক্ষার্থীদের দেন শিক্ষা, শ্রদ্ধা দিয়ে সম্মান করে শিক্ষার্থীরা নেয় দীক্ষা। শিক্ষক হলেন জ্ঞান কারিগর করেন জ্ঞানের অগাধ চাষ, সহজ-সরল জীবন তাঁদের করেন সাধাসিধা বাস। নেই যে তাঁদের বিলাসিতা নেই […]

কবিতার পাতা ডট কম October 8, 2025

কবি ও কবিতা -শান্তি দাস ∼∼∼∼∼∼∼∼∼ কবি ও কবিতা একে অপরের পরিপূরক জানি,। ভাব আর ভাষার মেলবন্ধনে মধুর ছন্দ বাণী। ছন্দে ছন্দে শব্দের বাহার কবির সৃষ্টি কবিতা, কবির ও কবিতায় শুধু রয় স্নেহের নিবিড়তা। কবিতায় প্রাণ দিতে কবির কবিতার হোক জয়, অন্তরের কথা কাব্য আকার দিয়ে হৃদয় পবিত্র হয়। কবি ও কবিতা সম্পর্কে শুধু বন্ধু […]

কবিতার পাতা ডট কম October 7, 2025

মিছিল -লালন চাঁদ ≈≈≈≈≈≈≈≈≈ সামনে মিছিল পেছনে মিছিল মিছিলে মিছিলে ছয়লাপ সব রাস্তা কতো দাবি কতো স্লোগান তবু পাল্টে না এই কুৎসিত সমাজ আসে না বিপ্লব। রক্তাক্ত রাজপথে মিছিল বড়োশুলে জমায়েত লাখো লাখো মানুষ ঘড়ির কাঁটায় রাত দশটা বাবা ফিরে এলো বাড়ি মা এলো না। রক্তাক্ত লাশ ধর্ষিতা আমার মা। হাজারো মা l চারদিক শুনশান […]

কবিতার পাতা ডট কম October 7, 2025

কে বলে তোমার হয় বিসর্জন -পীতবাস মণ্ডল ∞∞∞∞∞∞∞∞∞∞ আজ আর গুমোট নেই আকাশ কিন্তু কিছু অবসাদের মেঘ জমেছে মনে , দু’নয়নে অঝোর ধারায় তারই প্রবল বরিষণ ভাসানের করুণ বাদ্য শুনে ! সকল অপেক্ষার প্রহর শেষ থেমে গেল অনাবিল আনন্দ লহরী ! একদলা জমাটি দুঃখে ভারাক্রান্ত হৃদয় অনামী বেদনা এখন ভাবুক প্রাণের সহচরী । ঝরে যাওয়া […]