জাতীয় প্রতীক -সিরাজুল ইসলাম মোল্লা ∼∼∼∼∼∼∼∼∼ মম সশ্রদ্ধ সালাম তোমায় মহান জাতির মহান নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। জাতীয়তায় আমরা বাঙালি,এবাংলা আমাদের দেশ, জাতীয় ভাষা মাতৃভাষা বাংলা,আমরা গর্বিত অশেষ। জাতীয় লাল সবুজ রঙে আঁকা মম জাতীয় পতাকা, সাগর সমান রক্ত দিয়ে অশ্রু দিয়ে স্বপ্ন নিয়ে আঁকা। দাঁড়িয়ে গর্ব বাংলার জাতীয় স্মৃতিসৌধ শহীদমিনার, […]